শিক্ষা খাতে বাজেটের ২৫ ভাগ বরাদ্দ চায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪১ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৪
ঢাকা: শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দ দেওয়ার দাবিতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার সিন্ধান্ত নিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সন্ত্রাসী বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র সমাবেশ করবে তারা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
স্মারকলিপিতে, ‘কালবিলম্ব নয়, দ্রুততম সময়ে সারাদেশে পাঠ্যপুস্তক পৌঁছে দাও, শিক্ষা ব্যবস্থা সচল কর।’ এতে ‘সাম্প্রদায়িক-কুপমন্ডুক শিক্ষা নয়, সেক্যুলার ও বিজ্ঞানভিত্তিক গণতান্ত্রিক শিক্ষা নিশ্চিত কর’, ‘সারাদেশে নতুন নতুন সরকারি প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক কলেজ নির্মাণ কর’ এই জাতীয় দাবিও উল্লেখ করা হয়েছে।
বিনামূল্যে পাঠ্যবই বিতরণের জন্য বাজারে পাঠ্যবই বিক্রেতাদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। এছাড়া শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সর্বোচ্চ বেতন কাঠামো ও সামাজিক মার্যাদা নিশ্চিত করার দাবিও তুলে ধরা হয়েছে।
বিগত সরকারের আমলে শিক্ষা নিয়ে দুর্নীতি, প্রশ্নফাঁস, কারিকুলাম নিয়ে অপব্যয় ও শিক্ষা ব্যবসায়ীদের বিচারের আওতায় আনাসহ শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দ করার দাবি করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
সারাবাংলা/এএইচএইচ/এসডব্লিউ
বাজেটের ২৫ ভাগ বরাদ্দের দাবি শিক্ষা খাত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট