Wednesday 26 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, হাতাহাতিতে আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৮ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৩

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের সময় নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের সময় নিজেদের মধ্যে হাতাহাতির সময় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন- ঢাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিশু আলী (২৪) ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের আকিবাল হাসান (২৫)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এই হাতাহাতির ঘটনা ঘটে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আহতরা জানান, বুধবার বিকেলে মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত হয় নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। নতুন এই ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। আর কেন্দ্রীয় কমিটির সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান।

এই ঘোষণা ঘিরে এক পক্ষ নিজেরা সন্তুোষজনক সংখ্যক পদ পাননি দাবি করে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরে জখম রয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

আহত ২ ঢা‌বি নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর