Wednesday 26 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীজুড়ে পুলিশের ৫০০ টহল টিম, ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৮৯

স্পেশাল করেসপডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৫ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৪

ঢাকা: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০টি থানা এলাকায় ৫০০টি টহল টিম দায়িত্ব পালন করেছে এবং গত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।’

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের তথ্য জানিয়ে তিনি বলেন, ‘মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ডিএমপির ৫০০টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি ৬৫টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করে। এ ছাড়া সিটিটিসি, এটিইউ, এপিবিএন এবং র‍্যাবের টহল টিম দায়িত্ব পালন করেছে।’

তিনি বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির ১৪টি, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ১২টি এবং ডিএমপির সঙ্গে র‍্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এ ছাড়া ডিএমপির চেকপোস্টের পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন ২০টি চেকপোস্ট পরিচালনা করে।‘

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় গ্রেফতারের তথ্য জানিয়ে ডিসি তালেবুর বলেন, ‘২৮৯ জন গ্রেফতারের মধ্যে ২৯ জন ডাকাত, ২৮ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ছয়জন চাঁদাবাজ, ১০ জন চোর, ১৯ জন চিহ্নিত মাদক কারবারি, ৪৫ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্য অপরাধে জড়িত ব্যক্তি রয়েছে ‘

তিনি জানান, গ্রেফতারদের কাছ থেকে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি রামদা, চারটি চাকু, দুইটি সামুরাই, একটি কাটিং প্লায়ার্স, দুইটি ছুরি, একটি শাবল, দুইটি রড, সাংবাদিকতার দুইটি ভুয়া আইডি কার্ড, দুইটি মোটরসাইকেল, ২ কেজি ৯০০ গ্রাম তামার তার, ১৭টি চাবি, একটি সুইচ, তিনটি দড়ি, পাঁচটি মোবাইল, ১২টি বিদেশি নোট, একটি সোনার চেইন, দুইটি ওভেন, একটি ফ্রিজ, দুইটি ব্লেনডার, দুইটি সাব-মেশিন, একটি জুস সিল মেশিন, একটি সাউন্ড বক্স ও নগদ আট লাখ ১৩ হাজার ৪৭০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৬৮টি মামলা রুজু করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সারাবাংলা/ইউজে/এইচআই

ডিএমপি পুলিশি কার্যক্রম রাজধানী

বিজ্ঞাপন

বিএনপির বর্ধিত সভা আজ
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩৮

শেষ বেলায়ও জমেনি মেলা
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৩

আরো

সম্পর্কিত খবর