Wednesday 26 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলায় ২ তীর্থযাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৪ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৪

শিবচতুর্দশী মেলায় তীর্থযাত্রীরা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডের শিবচতুর্দশী মেলায় দুই তীর্থযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় মেলার দ্বিতীয় দিন এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান সারাবাংলাকে বলেন, ‘অত্যাধিক গরমের কারণে হিটস্ট্রোকে তাদের মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। একদম পাহাড়ের চূড়ায় তাদের মৃত্যু হয়েছে। মরদেহ নামানো হয়েছে, তবে পরিচয় এখনো আমরা জানতে পারিনি। যারা মারা গেছে তাদের একজন নারী ও আরেকজন পুরুষ। আমাদের পুলিশ সদস্যরা সেখানে আছেন।’

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। মেলা উপলক্ষ্যে সেখানে অনেক মানুষের ভীড়।’

সারাবাংলা/আইসি/এইচআই

তীর্থযাত্রীর মৃত্যু শিবচতুর্দশী মেলা

বিজ্ঞাপন

শেষ বেলায়ও জমেনি মেলা
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৩

আরো

সম্পর্কিত খবর