পাবনায় গুঁড়িয়ে দেওয়া হলো ৪ ইটভাটা, জরিমানা ৫০ হাজার টাকা
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৮ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪২
পাবনা: পাবনায় পরিবেশ অধিদফতরের অভিযানে ১৬টি অবৈধ ইটভাটা থেকে ৫০ লাখ টাকা জরিমানাসহ চারটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পাবনার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ভবানীপুরের বিভিন্ন এলাকা এই অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদফতর ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মো. রেজওয়ান-উল-ইসলাম এর নেতৃত্বে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় পরিবেশ অধিদফতর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল গফুর, পরিদর্শক আব্দুল মমিনসহ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিভিন্ন বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা।
সারাবাংলা/এইচআই