Wednesday 26 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকায় প্রশিক্ষণ নেবেন তিন ইসি কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩১ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০১

ঢাকা: ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে শ্রীলংকায় কমনওয়েলথ নির্বাচনী প্রশিক্ষণ নেবেন নির্বাচন কমিশনের (ইসি) তিনজন কর্মকর্তা।

ইসির মানবসম্পদ ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. মাজহারুল ইসলামের সম্প্রতি জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়েছে, পাঁচদিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মসূচি শ্রীলংকার কলম্বোয় অনুষ্ঠিত হবে। আগামী ৫ থেকে ৯ মে’র ওই কর্মসূচিতে ইসির যুগ্ম সচিব ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবেন।

আগামী ২ মে থেকে ১১ মে পর্যন্ত দেশটিতে অবস্থান করবে ইসির এ প্রতিনিধিদল।

উল্লেখ্য, প্রতি জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সময় বিভিন্ন দেশ ও সংস্থার প্রশিক্ষণ নেয় নির্বাচন কমিশন।

সারাবাংলা/এনএল/আরএস

নির্বাচন কমিশন নির্বাচনী প্রশিক্ষণ

বিজ্ঞাপন

বিএনপির বর্ধিত সভা আজ
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩৮

শেষ বেলায়ও জমেনি মেলা
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৩

আরো

সম্পর্কিত খবর