Wednesday 26 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ছাড়াল ১০ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৬ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০১

ঢাকা: সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৬৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ১৯ দিনে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হলো ১০ হাজার ৩৭৩ জন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৬৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্য মামলা ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার হয়েছেন এক হাজার ১২ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে একটি ৪ দশমিক ৫ এমএম পিস্তল, একটি এলজি, একটি শুটার গান, একটি দেশীয় একনালা বন্দুক, একটি ম্যাগাজিন, সাতটি কার্তুজ, একটি রাইফেলের গুলি, একটি দেশীয় কুড়াল, একটি করে চাপাতি, রামদা, শাবল ও ক্ষুর, দুইটি চাকু এবং দুইটি লোহার রড উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট।

সারাবাংলা/এমএইচ/এইচআই

অপারেশন ডেভিল হান্ট

বিজ্ঞাপন

শেষ বেলায়ও জমেনি মেলা
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৩

আরো

সম্পর্কিত খবর