Wednesday 26 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক মোস্তফা কাজলের দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১১ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩৭

প্রয়াত সাংবাদিক মোস্তফা কাজল – ছবি : সংগৃহীত

ঢাকা: দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মফস্বল সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক আপ্যায়ন সম্পাদক মোস্তফা কাজল (৫৮ ) এর দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এশা’র নামাজের পর তৃতীয় দফা জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে, বাদ আসর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে এবং বাদ মাগরিব মরহুমের কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, প্রয়াত মোস্তফা কাজল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। বুধবার দুপুর ১টার দিকে রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি স্ত্রী, এক ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বিকেলে ডিআরইউ প্রাঙ্গনে মরহুম মোস্তফা কাজলের কফিনে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

মোস্তফা কাজলের মৃত্যুতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, সাংবাদিক মোস্তফা কাজল ২০১৪ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আপ্যায়ন সম্পাদক ও ২০২০-২১ সালে বিটভিত্তিক সংগঠন ‘রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক)’-এর কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) স্থায়ী সদস্য ছিলেন।

বিজ্ঞাপন

১৯৯৬ সালে আজকের কাগজ পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু মোস্তফা কাজলের। পরবর্তীতে মানবজমিন, ভোরের ডাকে কাজ করেন তিনি। সর্বশেষ বাংলাদেশ প্রতিদিনে কর্মরত ছিলেন।

ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, ‘রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন -র‌্যাকের সভাপতি আলাউদ্দিন আরিফ ও সাধারণ সম্পাদক তাবারুল হক আলাদা আলাদা বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

সারাবাংলা/এনএল/আরএস

সাংবাদিক মোস্তফা কাজল

বিজ্ঞাপন

বিএনপির বর্ধিত সভা আজ
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩৮

শেষ বেলায়ও জমেনি মেলা
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৩

আরো

সম্পর্কিত খবর