Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশব্যাপী ধর্ষণ-সন্ত্রাস-চাঁদাবাজির প্রতিবাদে রংপুরে মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১১ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৩

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মশাল মিছিল শুরু হয়

রংপুর: দেশব্যাপী ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের প্রতিবাদে মশাল মিছিল করেছেন রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মশাল মিছিল শুরু হয়। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ পার্শ্ববর্তী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি পার্কমোড় হয়ে রংপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে খামার মোড় ঘুরে প্রধান ফটকে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবিদাওয়াগুলো তুলে ধরেন।

মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, বিভিন্নস্থানে ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলছে কিন্তু কোনো বিচার হচ্ছে না। প্রতিটি অপরাধের দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করা হোক, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

সারাবাংলা/এইচআই

ধর্ষণ-সন্ত্রাস-চাঁদাবাজি মশাল মিছিল রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর