মেলার ২৬তম দিনে নতুন বই ১৬৬টি, সর্বোচ্চ কবিতা
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৭ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২০
ঢাকা: আজ ২৬ ফেব্রুয়ারি (বুধবার) অমর একুশে বইমেলার ২৬তম দিন। এদিন মেলা শুরু হয় বিকেল ৩টায়, চলে রাত ৯টা পর্যন্ত। এই দিনে মেলায় নতুন বই এসেছে ১৬৬টি।
এর মধ্যে গল্পের বই ১৮টি, উপন্যাস ১৫টি, প্রবন্ধ ১০টি, কবিতা ৬৮টি, গবেষণা চারটি, ছড়া চারটি, শিশুসাহিত্য একটি, জীবনী একটি, মুক্তিযুদ্ধ একটি, নাটক একটি, বিজ্ঞান তিনটি, ভ্রমণ ছয়টি, ইতিহাস তিনটি, রাজনীতি তিনটি, স্বাস্থ্য একটি, ভাষা দু’টি, গণঅভ্যুত্থান তিনটি, ধর্মীয় ১১টি, অনুবাদ দু’টি, অভিধান দু’টি, সায়েন্স ফিকশন একটিসহ অন্যান্য বই রয়েছে ছয়টি।
বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জুলাই প্রজন্ম ও প্রযুক্তি: নতুন সামাজিক বন্দোবস্তের খোঁজে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সামিনা লুৎফা নিত্রা। আলোচনায় অংশ নেন কল্লোল মোস্তফা এবং এহ্সান মাহমুদ। সভাপতিত্ব করেন ফয়েজ আহমদ তৈয়্যব।
লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- শিশুসাহিত্যিক ফরিদ সাঈদ এবং কবি এবিএম সোহেল রশীদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি শ্যামল জাকারিয়া, মানব সুরত, এ বি এম সোহেল রশীদ, ইউসুফ রেজা, রোকন জহুর, জামিল জাহাঙ্গীর, ক্যামেলিয়া আহমেদ, আশিক আকবর, নুরতার পারভীন, জেসমিন বন্যা, সোহেল আমিন বাবু, রুহুল মাহবুব, মঈন মুরসালীন এবং শাহ সিদ্দিক।
আজ ছিল মৌসুমী আক্তার সুমি’র পরিচালনায় নৃত্য সংগঠন ‘নৃত্যশৈলী’এবং মো. জাকির চিশতি’র পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘শান্তিধাম ভাবদর্শন চর্যা চর্চা কেন্দ্র’—এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী ইয়াসমিন মুশতারী, পুতুল দাস, এলবার্ট অনিমেষ দাস, শুক্লা ঘোষ, রুমী আজনবী, বিপুল কুমার, মৌমিতা হক সেঁজুতি, তমালিকা হালদার মলি, জান্নাত—ই—ফেরদৌসী এবং দিপু সমদ্দার।
আগামীকাল অমর একুশে বইমেলার ২৭তম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ বিনির্মাণ: রাষ্ট্র কাঠামো’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন রেজাউল করিম রনি। আলোচনায় অংশ নেবেন সৈয়দ নিজার। সভাপতিত্ব করবেন কাজী মারুফ।
সারাবাংলা/পিটিএম