Wednesday 26 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির বর্ধিত সভা আজ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দল। লোগোর ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির বর্ধিত সভা আজ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল এবং মাঠ প্রাঙ্গণে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এরইমধ্যে সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করেছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা।

দেশের চলমান পরিস্থিতি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা— এই চার এজেন্ডা সামনে রেখে এভারের বর্ধিত সভা ডাকা হয়েছে। সকাল ১০টায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাগত বক্তব্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে বর্ধিত সভার কার্যক্রম শুরু হবে। প্রথম সেশন দুপুরের মধ্যে শেষ করে দ্বিতীয় সেশনে হবে রুদ্ধদ্বার আলোচনা।

বিজ্ঞাপন

এর আগে সর্বশেষ ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে দলের বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সভার পর ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে পাঠানো হয়।

দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠেয় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সারা দেশের প্রায় চার হাজার নেতা-কর্মী অংশ নেবেন। এরই মধ্যে অনেক নেতা-কর্মী ঢাকায় পৌঁছেছেন।

পরিবর্তিত পরিস্থিতিতে ডাকা এ বর্ধিত সভায় দেশের বর্তমান রাজনৈতিক হালচাল ও দলের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আসবে দিকনির্দেশনামূলক বক্তব্য। নির্বাচনের প্রস্তুতির বিষয়টি গুরুত্ব পাবে শীর্ষ নেতাদের আলোচনায়।

বর্ধিত সভায় দলের নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যরা ছাড়াও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন এবং যারা মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পেয়েছিলেন তারাও উপস্থিত থাকবেন। সভা মঞ্চে স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান, উপদেষ্টামণ্ডলীর সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সম্পাদক মণ্ডলীর সদস্যরা থাকবেন প্যান্ডেলের সংরক্ষিত আসনে।

বিজ্ঞাপন

এদিকে বর্ধিত সভার সর্বশেষ প্রস্তুতি দেখতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণ পরিদর্শন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে, সন্ধ্যায় ভেন্যু পরিদর্শন করেন বর্ধিসসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী।

সারাবাংলা/এজেড/পিটিএম

বর্ধিত সভা বিএনপি

বিজ্ঞাপন

বিএনপির বর্ধিত সভা আজ
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩৮

শেষ বেলায়ও জমেনি মেলা
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৩

আরো

সম্পর্কিত খবর