Friday 28 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে বিক্রির সময় পাখিসহ ২ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৩ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩২

উদ্ধার করা পাখিগুলো সুরমা নদীর পাড়ে অবমুক্ত করা হচ্ছে।

সিলেট: সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে বিপন্ন প্রজাতির পাখি বিক্রির সময় দুই জন পাখি বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি লটকন দুটি মুনিয়া ও চারটি কাঠ শালিক পাখি উদ্ধার করে বন বিভাগ।

বুধবার ২৬ (ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, একজন পরিবেশ কর্মীর তথ্যের ভিত্তিতে প্রকাশ্যে নগরীতে পাখি বিক্রির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সিলেট বন বিভাগের সঙ্গে যোগাযোগ করলে বন বিভাগ এ অভিযান চালায়। এ সময় বন বিভাগের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম।

বন বিভাগ সিলেট রেঞ্জের রেঞ্জার শহীদুল্লাহ বলেন, অতিথি পাখি বিক্রির খবর পেলে আমরা সঙ্গে সঙ্গে অভিযান চালাই। এবারও চালিয়েছি এবং বিক্রেতাকে ধরতেও সক্ষম হয়েছি।

তিনি জানান, ইতোমধ্যে আটক দুই পরিযায়ী বিক্রেতাকে আদালতে চালান করা হয়েছে। এবং উদ্ধার করা সাতটি পাখি সুরমা নদীর পাড়ে অবমুক্ত করা হয়েছে।

নগরীতে প্রকাশ্যে দিবালোকে পাখি বিক্রির বিষয়ে আব্দুল করিম কিম বলেন, পরিবেশকর্মীদের সচেতনতার কারণে সিলেটে প্রকাশ্যে পাখি বিক্রি প্রায় বন্ধ হয়ে গেলেও গোপনে গোপনে পাখি বিক্রেতারা বিভিন্ন কৌশলে পাখি বিক্রি শুরু করে। তাই পাখি বিক্রি বন্ধে বন বিভাগের অপেক্ষা না করে নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাখির কেনা বন্ধে ক্রেতাদের জরিমানা করতে হবে।

এর আগে, মঙ্গলবার ২৫ (ফেব্রুয়ারি) সিলেট বিভাগীয় বন কর্মকর্তাকে নিয়ে নগরের বালুচর এলাকা থেকে তিনটি বালিহাঁসসহ মনসুর আলী নামের এক পাখি বিক্রেতাকে আটক করা হয়। এবং পাখিগুলো সুরমা নদী তীরে অবমুক্ত করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

পাখি বিক্রি সিলেট

বিজ্ঞাপন

তেল ছাড়া রমজানের সব পণ্যে স্বস্তি
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০০

শিশুসাহিত্যের পাঠক অনেক, তবুও..
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৮

আরো

সম্পর্কিত খবর