চ্যাম্পিয়নস ট্রফি
বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৪
টুর্নামেন্ট থেকে দুই দলের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি তাই শুধুই নিয়মরক্ষার। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে চলুন দেখে নেওয়া যাক মুখোমুখি লড়াইয়ে দুই দলের মাঝে কার কী অবস্থান।
বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি হয়েছে ৩৯ ম্যাচে। ৫০ ওভারের লড়াইয়ে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে আছে পাকিস্তান। পাকিস্তান জয় পেয়েছেন ৩৪ ম্যাচে। বাংলাদেশ জিতেছে ৫ ম্যাচে।
নিজেদের মাঠে পাকিস্তান জয় পেয়েছেন ১২ ম্যাচে। ঘরের মাঠে বাংলাদেশের জয় মাত্র ৩ ম্যাচে। অ্যাওয়ে ম্যাচে পাকিস্তান জিতেছে ১৪ বার। পাকিস্তানের মাটিতে বাংলাদেশ ওয়ানডেতে এখনো জয়ের দেখা পায়নি।
নিরপেক্ষ ভেন্যুর লড়াইয়েও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে পাকিস্তান। নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের জয় ৮ ম্যাচে। বাংলাদেশ জিতেছে মাত্র ২ ম্যাচ।
৫০ ওভারের ফরম্যাটে সবশেষ ৪ দেখায় তিনবারই জয় তুলে নিয়েছে পাকিস্তান। বাংলাদেশ সবশেষ জয়ের দেখা পেয়েছিল ২০১৮ সালে। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়েছিলেন তারা।
সারাবাংলা/এফএম