ইতিহাসে আজ : ২২ জুন
২২ জুন ২০১৮ ০৮:৫১
।। বিচিত্রা ডেস্ক।।
আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। ঠিক কখন পৃথিবীর সৃষ্টি? একেবারে শুরুর কোনো পাথর টিকে নেই, তাই সঠিক করে বলা যায় না। তবে ধারণা করা হয় সৌরজগৎ সৃষ্টির মোটামুটি ১০০ মিলিয়ন বছর পর একগুচ্ছ সংঘর্ষের ফল আজকের পৃথিবী। আজ থেকে ৪.৫৪ বিলিয়ন বছর আগে পৃথিবী নামের গ্রহটি আকৃতি পায়, পায় লোহার একটি কেন্দ্র ও একটি বায়ুমণ্ডল।
মানুষের ইতিহাস শুরু হয় আরো পরে। মূলত পুর্ব প্রস্তর যুগে পৃথিবীতে মানুষ নামে প্রাণের আবির্ভাব। সেই আদিম যুগ থেকে পাওয়া সব প্রত্নতাত্ত্বিক দলিলে জানা যায়, প্রায় দুই লাখ বছর আগে আধুনিক হোমো স্যাপিয়েন্সরা মাথাচাড়া দিয়ে ওঠেছিল। সেখান থেকে সভ্যতা আস্তে আস্তে এগুতে থাকে। সময়ের সঙ্গে উৎকর্ষের সীমায় পৌঁছে এই মানুষরা। চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।
ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের এই দিনে কৌতুহলউদ্দীপক, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু ও উল্লেখযোগ্য ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে এই আয়োজন। চলুন এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল-
জন্মদিন
১৭৬৭ – ভিলহেল্ম ফন হুম্বোল্ট, জার্মান ভাষাবিজ্ঞানী ছিলেন।
১৮৫৬ – হেনরি রাইডার হ্যাগার্ড, বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক।
১৭৬৭ – ভিলহেল্ম ফন হুম্বোল্ট, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৮৩৭ – সর্বকালের সেরা দাবাড়ু পল মর্ফি।
১৮৫৬ – হেনরি রাইডার হ্যাগার্ড, বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক।
১৮৮৯ – কবিশেখর কালিদাস রায়।
১৮৯৮ – প্রখ্যাত জার্মান যুদ্ধ বিরোধী লেখক এরিক মারিয়া রেমার্ক।
১৯০৪ – আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা)।
১৯৩২ – ভারতের অভিনেতা অমরেশ পুরী।
মৃত্যুদিন
১৯৫৯ – নাট্যকার, অভিনেতা তুলসী লাহিড়ী।
উল্লেখযোগ্য ঘটনা
১২৮৭ – ফার্সি – মাসরুসিয়াত আন্দোলনের প্রথম জাতীয় সংসদ ধ্বংস করে দেয়া হয়েছিলো।
১৩৭৭ – দ্বিতীয় রিচার্ডের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ।
১৫১৯ – ব্রিটেনে দাসপ্রথা বাতিল।
১৫৫৫ – হুমায়ুন সিন্ধু নদী পার হয়ে লাহোর দখল করে নেন এবং সিকান্দর সুরিকে দিল্লীর সিংহাসন থেকে উৎখাত করেন।
১৫৫৫ – সিরহিন্দ যুদ্ধে জয়লাভের পর হুমায়ুনকে সম্রাট আকবরের উত্তরাধিকার ঘোষণা।
১৬৩৩ – পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে- এই অভিমতের জন্য গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়।
১৭৭২ – ব্রিটেন থেকে ক্রীতদাস প্রথা তুলে নেওয়া হয়।
১৮১৪ – লন্ডনে লর্ডের ক্রিকেট মাঠে প্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
১৯১১ – পঞ্চম জর্জ ব্রিটেনের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৯১৫ – নেপোলিয়ন দ্বিতীয়বার সিংহাসনচ্যুত হন।
১৯২১ – ৫২টি দেশের ৬০৫ জনপ্রতিনিধির উপস্থিতিতে মস্কোয় তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।
১৯৪০ – সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস ত্যাগ করে ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন।
১৯৪১ – হিটলার অপারেশন বারবারোসা নামে পরিচিত সোভিয়েত রাশিয়া অভিযান শুরু করেছিলেন।
১৯৭২ – আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের সদস্যপদ লাভ।
১৯৮১ – ইরানী প্রেসিডেন্ট বনী সদর ক্ষমতাচ্যুত।
১৯৮৯ – পনের বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে এ্যাংগোলার বিবাদমান পক্ষগুলো যুদ্ধ বিরতি মেনে নিতে রাজী হয়।
২০০২ – ইরানে ভূমিকম্পে ৫ শতাধিক লোক নিহত।
সারাবাংলা/এমএইচ