Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলন্ত ট্রেনের ছাদে ‘লাফালাফি’, পড়ে গিয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩২

ট্রেন থেকে পড়ে মারা যান মো. হৃদয়। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজারগামী একটি ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। চলন্ত ট্রেনের ছাদে ‘লাফালাফি’র সময় ওই যুবক পড়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পৌর সদরের গোমদণ্ডী বুড়ি পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম মো. হৃদয় (২৬)। তার বাড়ি কক্সবাজার জেলায় বলে জানা গেছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম সারাবাংলাকে জানান,
সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়া সৈকত এক্সপ্রেস ট্রেনের ছাদে কয়েকজন যুবক উঠেছিল। ট্রেনটি গোমদণ্ডী স্টেশন যাওয়ার পর হৃদয় ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির (জেলা) উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘‘চলন্ত ট্রেনের ছাদে হাত তুলে ‘লাফালাফি’ করার সময় যুবক হঠাৎ নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়েছে।’’

সারাবাংলা/আইসি/এমপি

চলন্ত ট্রেন যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর