বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন খালেদা জিয়া
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৬ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫১
ঢাকা: জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির বর্ধিত সভা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি আসন গ্রহণের পর পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে এ সভা শুরু হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সভা শুরুর পর সভার সভাপতি তারেক রহমান এবং প্রধান অতিথি খালেদা জিয়ার বর্ধিত সভার কার্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তুলে দেন বর্ধিত সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী
দেশের চলমান পরিস্থিতি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা— এই চার এজেন্ডা সামনে রেখে এবারের বর্ধিত সভা ডাকা হয়েছে।
বর্ধিত সভায় স্বাগত বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং উদ্বোধনী বক্তব্য দেবেন তারেক রহমান। তাদের স্বাগত ও উদ্বোধনী বক্তব্যের পর উপস্থিত নেতারা বক্তব্য দেবেন। বর্ধিত সভার প্রথম সেশন দুপুরের মধ্যে শেষ হয়ে দ্বিতীয় সেশন শুরু হবে বিকেলে।
সারাবাংলা/এজেড/ইআ