চ্যাম্পিয়নস ট্রফি
ব্যাটে-বলে দাপট, শচীনের পাশে ওমরজাই
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৯ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩১
ইংল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে ৮ উইকেটের জয়ে টুর্নামেন্টে টিকে রইল আফগানিস্তান। ১৭৭ রানের মহাকাব্যিক ইনিংসে ম্যাচসেরা হয়েছেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। জাদরান ম্যাচসেরা হলেও আফগানদের এই ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রেখেছেন আজমতউল্লাহ ওমরজাই। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করা ওমরজাই ছুঁয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ২৭ বছর পুরনো রেকর্ডও।
১৪০ রানে ৪ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন ওমরজাই। অন্য প্রান্তে থাকা জাদরানকে দারুণ সঙ্গ দিয়েছেন তিনি। ইংলিশ বোলারদের দারুণভাবে সামলে ওমরজাই করেছেন ৩১ বলে ৪১ রান। জাদরানের সঙ্গে তার গড়া ৬৩ বলে ৭২ রানের জুটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।
হাফ সেঞ্চুরি না পাওয়ার হতাশা বল হাতে পুষিয়ে দিয়েছেন ওমরজাই। ফিল সল্টকে ফিরিয়ে আফগানদের হয়ে প্রথম আঘাত আনেন তিনিই। এরপর একে একে তিনি নিয়েছেন বাটলার, ওভারটন, রুট ও রশিদের উইকেট। বিশেষ করে রুটকে ফিরিয়েই ইংল্যান্ডের বিদায় অনেকটাই নিশ্চিত করে দেন ওমরজাই।
শেষ পর্যন্ত ৫৮ রানে ৫ উইকেট শিকার করে দলকে দারুণ এক জয় এনে দেন ওমরজাই। আইসিসি ইভেন্টে আফগানদের হয়ে এটিই প্রথম ৫ উইকেট শিকার। এমন অলরাউন্ড পারফরম্যান্সেই শচীনকে ছুঁয়েছেন ওমরজাই। চ্যাম্পিয়নস ট্রফিতে এক ইনিংসে ৪০ রান ও ৪ উইকেট নেওয়া দ্বিতীয় ক্রিকেটার হলেন ওমরজাই।
১৯৯৮ সালে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম আসরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৮ বলে ১৪১ রান করেছিলেন শচীন। এরপর বল হাতেও ৩৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
সারাবাংলা/এফএম
আজমতউল্লাহ ওমরজাই আফগানিস্তান চ্যাম্পিয়নস ট্রফি শচীন টেন্ডুলকার