টিকটকের প্রতিপক্ষ অ্যাপ আনবে ইনস্টাগ্রাম
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৭ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৬
টিকটক এর ভবিষ্যৎ মার্কিন যুক্তরাষ্ট্রে অনিশ্চিত থাকার মধ্যে ইনস্টাগ্রাম তার শর্ট-ফর্ম ভিডিও ফিচার রিলস এর জন্য একটি স্বতন্ত্র অ্যাপ চালু করার পরিকল্পনা করছে।
প্রযুক্তি শিল্প-কেন্দ্রিক ব্যবসায়িক প্রকাশনা দ্য ইনফরমেশন এক প্রতিবেদনে জানিয়েছে, ইনস্টাগ্রাম-এর প্রধান অ্যাডাম মোসেরি সম্প্রতি কর্মীদের সঙ্গে এক আলোচনায় এ সম্ভাব্য পদক্ষেপের কথা বলেছেন।
ইনস্টাগ্রাম-এর মূল কোম্পানি মেটা এ বিষয়ে সংবাদমাধ্যম বিবিসির প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেনি।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে টিকটক-কে একটি বিকল্প বেছে নেওয়ার জন্য ৭৫ দিনের সময়সীমা দিয়েছিলেন। তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন টিকটক-কে হয় বিক্রি হতে, নয়তো নিষিদ্ধ হতে বাধ্য করে। ট্রাম্প তখন টিকটক-এর জন্য যুক্তরাষ্ট্র ও চীনা মালিক বাইটড্যান্সের মধ্যে ৫০-৫০ অংশীদারিত্বের একটি যৌথ উদ্যোগের সম্ভাবনার কথাও বলেছিলেন, তবে এর বিস্তারিত ব্যাখ্যা দেননি।
বাইডেন প্রশাসন যুক্তি দেখিয়েছে যে, ১৭ কোটি মার্কিন ব্যবহারকারীর টিকটক চীনের জন্য গুপ্তচরবৃত্তি এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হতে পারে। অন্যদিকে, টিকটক নিষিদ্ধের বিরোধীরা মতপ্রকাশের স্বাধীনতার যুক্তি তুলে ধরেছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে মেটা টিকটক-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ‘ল্যাসো’ নামে একটি আলাদা অ্যাপ চালু করেছিল, কিন্তু পরবর্তীতে তা বন্ধ করে দেওয়া হয়।
সারাবাংলা/এনজে