ফের যমুনার সামনে অভ্যুত্থানে আহতদের অবস্থান
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৬ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩২
ঢাকা: মাসিক ভাতাসহ তিন দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের ব্যানারে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে প্রায় ৩০ জন আন্দোলনকারীকে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে দেখা গেছে।
আন্দোলনকারীরা জানান, রাতে এখানে তারা খোলা আকাশের নিচেই অবস্থান করেছেন। সকালে অনেকে আশেপাশে কোথাও গিয়েছেন। ফলে এখন মানুষের সংখ্যা কম। তবে দেশের বিভিন্ন জেলা থেকে জুলাই আহতরা রওনা হয়েছেন। দাবি আদায়ে তারাও দুপুর-বিকাল নাগাদ যোগ দেবেন।
এর আগে, বুধবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের ১ নম্বর গেটের সামনে এসে জড়ো হন। এরপর তারা মূল গেটের সামনের ফটকের সামনে এসে অবস্থান নেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টা পর্যন্ত তাদের সেখানেই অবস্থান করতে দেখা যায়।
তাদের তিনটি দাবি হলো- বৈষম্য নিরসনে আহত ব্যক্তিদের ক্যাটাগরি তিনটির পরিবর্তে দুইটি করা; শহিদ পরিবার ও আহত ব্যক্তিদের সুরক্ষার জন্য একটি আইন করা এবং জুলাই আন্দোলনে প্রত্যন্ত অঞ্চলের যারা আহত হয়েছেন, তাদের সেবা নিশ্চিত করতে হটলাইন নম্বর চালু করা।
এদিকে, তাদের অবস্থান ঘিরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সারাবাংলা/এমএইচ/এনজে