Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
বৃষ্টিতে হয়নি টস, ম্যাচ নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৮

বৃষ্টিতে এখনো হয়নি টস

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচকে ঘিরে বৃষ্টির শঙ্কা ছিল আগে থেকেই। বৃষ্টির বাগড়ায় শেষ পর্যন্ত ম্যাচ মাঠে গড়াবে কিনা, সেটা নিয়েই ছিল প্রশ্ন। শেষ পর্যন্ত দেখা দিয়েছে সেই সম্ভাবনাই। রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে এক ঘণ্টা পেরিয়ে গেলেও হয়নি টস।

রাওয়ালপিন্ডিতে ম্যাচের আগের দিন থেকেই থেমে থেমে চলছে বৃষ্টি। আজ সকাল থেকে বেশ কয়েক দফা বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে হতে পারেনি টসও। মাঝে বাংলাদেশ সময় দুপুর ৩টায় মাঠ পরিদর্শনের কথা ছিল দুই আম্পায়ারের। তবে বৃষ্টির কারণে সেটাও সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

এই মুহূর্তে রাওয়ালপিন্ডিতে হালকা বৃষ্টি পড়ছে। টানা বৃষ্টির কারণে মাঠের আউটফিল্ডও ভেজা। মাঠের বেশিরভাগ অংশই ঢেকে রাখা হয়েছে।

রাওয়ালপিন্ডির এই ভেন্যুতেই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি টস পাকিস্তান বাংলাদেশ বৃষ্টি

বিজ্ঞাপন

চবির পঞ্চম সমাবর্তন ১৪ মে
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৮

সারাদেশে ডেভিল হান্টে গ্রেফতার ৭৪৩
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৪

আরো

সম্পর্কিত খবর