Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবিনা ইয়াসমিনকে উৎসর্গ করে বই

স্টাফ করেসপনডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৬

সাবিনা ইয়াসমিনকে উৎসর্গ করে বই লিখেছেন অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী

অধ্যাপক ড. অরূপরতন চৌধুরীর লেখা ‘মুখের ক্যান্সার: প্রতিরোধ ও চিকিৎসা’ প্রকাশিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি চন্দ্রছাপ থেকে প্রকাশিত স্বাস্থ্য বিষয়ক তার বইটি লেখক উৎসর্গ করেছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে। কিংবদন্তী এ শিল্পী সম্প্রতি মুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে দেশে ফিরে এসেছেন। তার শারিরীক অবস্থা উন্নতি হচ্ছে। ড. অরূপরতন চৌধুরীই প্রথম সাবিনা ইয়াসমিনের মুখের ক্যান্সার শনাক্ত করেন এবং শিল্পী নিয়মিতভাবে তার কাছেই মুখ ও দাঁতের চিকিৎসা করান।

বিজ্ঞাপন

ড. অরূপরতন চৌধুরী বলেন, “সাবিনা একসময় জর্দ্দা, গুল ও পান খেতেন। তার মুখের ক্যান্সারের মূল কারণই হচ্ছে তামাক বা জর্দ্দা। সাবিনা বর্তমানে সুস্থ আছেন এবং গান-বাজনার জগতে ফিরেছেন। সাবিনার এই ক্যান্সার আক্রান্তের ব্যাপারটি সঠিক সময়ে সনাক্ত হওয়ার ফলেই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। এই কারণেই বইটি তাকে উৎসর্গ করেছি।”

বইটি হাতে পেয়ে সাবিনা ইয়ানসমিন অত্যন্ত খুশি হয়েছেন এবং একই সাথে আর কেউ যাতে তামাকপাতা, জর্দ্দা, গুল সেবন করে ক্যান্সারের শিকার না হয়, সেজন্য তিনি একটি বাণীও পাঠিয়েছেন। জনসচেতনতায় বাণীটি গণমাধ্যমে প্রচার করা হবে জানান ড. অরূপরতন চৌধুরী।

‘মুখের ক্যান্সার: প্রতিরোধ ও চিকিৎসা’ বইটি নিউ মার্কেটের বইঘর ও আলিঘর লাইব্রেরী, বিশ্ববিতানে পাওয়া যাবে। ড. চৌধুরী স্বাধীনবাংলা বেতার কেন্দ্র, ধূমপান, মাদক, দাঁতের চিকিৎসা, মুখের স্বাস্থ্য বিষয়ে এ নিয়ে তার সর্বমোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৫টি। দীর্ঘ ৪০ বছরের অধিক সময় ধরে তিনি অদ্যাবধি ধূমপান ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০১৫ সালে সামাজিক কর্মকান্ডে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার ‘একুশে পদক’ লাভ করেন।

সারাবাংলা/এজেডএস

অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী মুখের ক্যান্সার: প্রতিরোধ ও চিকিৎসা সাবিনা ইয়াসমিন

বিজ্ঞাপন

মেলার ২৭তম দিনে নতুন বই ১৭৬টি
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫১

আরো

সম্পর্কিত খবর