Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিংড়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মাদরাসাছাত্র গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৩

নাটোর: নাটোরের সিংড়ায় ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় আবু বক্কর সিদ্দিক (২২) নামে এক মাদরাসাছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তাকে উপজেলার বিজয়নগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক ওই গ্রামের আবু হানিফের ছেলে ও পিপুলশন কওমী মাদ্রাসারছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিজয়নগর গ্রামের ভুক্তভোগী তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বিজয়নগর মদিনাতুল উলুম কওমী মাদরাসার সামনে থেকে প্রলোভন দেখিয়ে একটি রুমে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিক্ষার্থীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আবু বক্কর পালিয়ে যায়। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিজয়নগর মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম মনির হোসেন বলেন, ‘১০ দিনের ছুটিতে সবাই বাড়ি চলে যায়। মাদ্রাসায় কেউ ছিলো না। এই সুযোগে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।’

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সিংড়া থানায় ধর্ষণের মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। বুধবার রাতে পুলিশ আসামিকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনজে

গ্রেফতার ধর্ষণ সিংড়া

বিজ্ঞাপন

খুলনায় বস্তাবন্দি মরদেহ উদ্ধার
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর