ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে বৈষম্য পাহাড় সমান। দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসনে মানুষ তাদের নিজস্ব দাবি-দাওয়া যথাযথভাবে তুলে ধরতে পারে নি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গতবছর জুলাই-আগস্টে সংগঠিত গণ-অভ্যুত্থানের অন্যতম আকাংক্ষা ছিল বৈষম্য মুক্তির। তাই গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন শ্রেণি পেশার বঞ্চিত মানুষ তাদের দাবি-দাওয়া তুলে ধরবে- এটাই স্বাভাবিক। যা দেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ঢাকার প্রেসক্লাব ও শাহবাগ এলাকায় প্রতিদিনই বিভিন্ন সংগঠন তাদের দাবি নিয়ে হাজির হচ্ছেন। কিন্তু আমরা ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে, অনেক সময় বল প্রয়োগ করে অনেক ক্ষেত্রে আন্দোলনকারীদের আহত করা হচ্ছে। এ অবস্থা মোটেই কাংক্ষিত নয়।
বিবৃতিতে সহনশীলতার সঙ্গে আন্দোলনকারীদের দাবিসমূহ বিবেচনা করা এবং ন্যায্য দাবি পূরণে পারস্পরিক আলোচনার মাধ্যমে অগ্রসর হতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা।
উল্লেখ্য, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন জাতীয় প্রেসক্লাব চত্বরে আন্দোলনরত শিক্ষক সংগঠনসমূহ, আউটসোর্সিংসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন ও ন্যায্য দাবির সঙ্গে সংহতি জানান।
বিবৃতিতে আরও বলা হয়, সরকার অনেক বিষয়ে সংস্কার নিয়ে আলোচনা করলেও বৈষম্য মুক্তির জন্য সুনির্দিষ্ট করণীয় বিষয়ে আলোচনা করছে না। নানা বিষয় আলোচনা হলেও এ বিষয়ে আলোচনাও শোনা যাচ্ছে না।