Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশিদের জন্য ৩০০ শিক্ষাবৃত্তি আছে: পাকিস্তান হাইকমিশনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৫

বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী ও পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ

রংপুর: পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রায় ৩০০ বৃত্তির ব্যবস্থা আছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে আয়োজিত উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এ কথা বলেন হাইকমিশনার।

বিজ্ঞাপন

এর আগে দুপুরে পাকিস্তান হাইকমিশনারের নেতৃত্বে প্রতিনিধিদলকে উত্তরবঙ্গের বিদ্যাপীঠ শহিদ আবু সাঈদের ক্যাম্পাসে স্বাগত জানান উপাচার্য। তিনি অতিথিদেরকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম উন্নত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনার পাশাপাশি দেশে-বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা বিনিময়ে যৌথ কার্যক্রম পরিচালনা করছে।’

এ সময় উপাচার্য দুই দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা, অ্যাকাডেমিক কর্মশালা, সেমিনার আয়োজন ও শিক্ষামূলক বিনিময় কার্যক্রম পরিচালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও পাকিস্তানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ থাকছে। বেরোবি উপাচার্য পাকিস্তানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অ্যাকাডেমিক সংযোগের বিষয়ে আগ্রহ প্রকাশ করলে হাইকমিশনার সংশ্লিষ্ট ক্ষেত্রে আরও সহযোগিতায় গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান দঙ্গল এবং বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক অ্যাটাসে জাইন আজিজ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান দঙ্গল এবং বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক অ্যাটাসে জাইন আজিজ। এ ছাড়া বেরোবি’র বিভিন্ন অনুষদের ডিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই

পাকিস্তান হাইকমিশনার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি

বিজ্ঞাপন

চবির পঞ্চম সমাবর্তন ১৪ মে
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৮

আরো

সম্পর্কিত খবর