মীরসরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষে নিহত ২, আহত ১০
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৩ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাইয়ে চারটি গাড়ির সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মিঠাছরা বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- সুমন হাওলাদার (৩৫) এবং মো. সোহাগ (৩৫)। এর মধ্যে সুমন ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার, আর সোহাগ নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে আসা চট্টগ্রামমুখী নীরব পরিবহণের একটি বাস মীরসরাইয়ের মিঠাছরা বাজার এলাকায় এলে সামনে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় কাভার্ডভ্যানটি উল্টে মহাসড়কের ডিভাইডার পার হয়ে ঢাকামুখী অংশে গিয়ে আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়।
পরবর্তীতে ঢাকামুখী লেনে থাকা শ্যামলী পরিবহনের একটি বাস উল্টে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে চট্টগ্রামমুখী কাভার্ডভ্যান চালক সোহাগ ও যাত্রীবাহী বাস নীরব পরিবহনের সুপারভাইজার সুমন হাওলাদার ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন সারাবাংলাকে জানান, বৃহস্পতিবার ভোরে মিঠাছরা বাজার এলাকায় চারটি গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দু’জন মারা যায়। দুর্ঘটনায় ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস-কাভার্ডভ্যান চারটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
সারাবাংলা/আইসি/পিটিএম