Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বে-টার্মিনাল নিয়ে সুখবর মার্চ মাসেই- বন্দর চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০২ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৩

চট্টগ্রাম বন্দরের শহিদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান

চট্টগ্রাম ব্যুরো: চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে বহুল প্রতীক্ষিত বে-টার্মিনাল নিয়ে সুখবর পাওয়া যাবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম বন্দরের শহিদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

বে-টার্মিনাল প্রসঙ্গে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে বন্দর চেয়ারম্যান বলেন, ‘বে-টার্মিনাল বাংলাদেশের জন্য গেম চেঞ্জার। এটা হয়ে গেলে আমাদের উন্নতি হবে। আগামী মার্চ মাসের মধ্যেই বে টার্মিনাল নিয়ে আপনারা একটি সুখবর পাবেন। আমাদের এখান থেকে যা হওয়ার তা হয়ে গেছে। ইতিমধ্যেই সেটা প্ল্যানিং কমিটিতে চলে গেছে। আমরা বে-টার্মিনালের জন্য ৫০০ একর জায়গা অধিগ্রহণ করেছি। আরও ২০০ একর নেয়া হবে। আমাদের জায়গা বড় বিষয় ছিল। বে-টার্মিনাল আমরা যত দ্রুত করতে পারব ততই আমাদের জন্য লাভ।’

তিনি আরও বলেন, ‘নতুনভাবে বে টার্মিনালের জন্য রেলওয়ে, সড়কপথ এবং নদী সংযোগের মতো মাল্টি-মডেল যোগাযোগ নির্মাণের প্রয়োজন নেই কারণ এগুলো ইতিমধ্যেই প্রচলিত রয়েছে। বে-টার্মিনাল বাস্তবায়িত হলে বড় জাহাজগুলিকে মিটমাট করতে সক্ষম হবে।’

তিনি বলেন, বর্তমানে ১ হাজার ৮০০ থেকে দুই হাজার পর্যন্ত কনটেইনার বহনকারী জাহাজ বন্দরের বিদ্যমান জেটিতে বার্থ করতে পারে। চ্যানেলটি ড্রেজিং করার পর, যেখানে ১২ থেকে ১৪ মিটার ড্রাফট এবং ব্রেক ওয়াটার সুবিধা থাকবে। পাঁচ থেকে ছয় হাজার কনটেইনারের ক্ষমতাসম্পন্ন জাহাজগুলি দিনে ২৪ ঘন্টা বে-টার্মিনালে নেভিগেট করতে পারে।

বিজ্ঞাপন

কর্ণফুলী নদীকে আবর্জনামুক্ত রাখতে চট্টগ্রাম বন্দর কী কী পরিকল্পনা করছে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় আমাদের অনেক আগে থেকেই পলিথিন ও পলি জমে। এগুলো আবার আসে খাল ও নালা দিয়ে। সেটার জন্য আমরা ক্যাপিটাল ড্রেজিং প্রজেক্ট নিয়েছি। এ প্রজেক্ট আমাদের মে বা জুন মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এটা হয়ে গেলে কর্ণফুলী নদীর নাব্যতা ঠিক থাকবে। জোয়ার-ভাটায় পানি যে বাধাগ্রস্থ হয়, সেটা নির্বিঘ্নে যেতে পারবে। আমরা সিটি করপোরেশন, সিডিএ, জেলা প্রশাসন সবার সঙ্গে সমন্বয় করে কাজ করছি, যাতে প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করে। এটা কমপ্লিট হয়ে গেলে আমার মনে এবার বর্ষার মৌসুমে জলাবদ্ধতা হবে না।’

তিনি আরও বলেন, ‘বন্দরের নিরাপত্তা ও অপারেশনের বিষয়ে খুবই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) আমরা কিছু ছিঁচকে চোর ধরেছি। আপনারা জানেন বন্দরে চুরি করা এতো সহজ কোনো বিষয় না। এরপরও কিছু চোর গাড়ির নিচে ঝুলে বন্দরে প্রবেশের অপচেষ্টা করে। এমনিতেই বন্দরের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন ওঠার সুযোগ নেই। তবু আমরা আইএসপিএসের মাধ্যমে কমপ্লাইন্স আরও স্ট্রং (জোরদার) করেছি।’

অপারেশনের গতি বাড়ানো প্রসঙ্গে বন্দর চেয়ারম্যান বলেন, ‘বন্দরের আউটারে জাহাজ ফেলে রাখার একটা প্রবণতা আছে। এটা কেনো তা আমি বুঝি না। সকল পণ্যের সাপ্লাই চেইন অবিঘ্নিত রাখা, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বন্দরের কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখা ও নিরাপদ নৌ চলাচলের স্বার্থে মালামাল লোড করার পর লাইটার জাহাজসমূহকে ৭২ ঘণ্টার মধ্যে পোর্ট লিমিট ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় চট্টগ্রাম বন্দর আইন ও আইএসপিএস কোড অনুযায়ী প্রযোজ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত সরকারের আমলে বন্দর নানা সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল। সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নিয়েও আমরা সফল হয়েছি। যার ফলে বন্দরের খরচ উল্লেখযোগ্য হারে কমেছে। পাশাপাশি এই বন্দর কার্গো ও কনটেইনার হ্যান্ডেলিংয়ে রেকর্ড করেছে। ২০২৩ সালের তুলনায় কনটেইনার হ্যান্ডেলিংয়ে ৭ দশমিক ৪২ শতাংশ এবং কার্গো হ্যান্ডেলিংয়ে ৩ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এই পোর্টকে জনবান্ধব করার জন্য স্বচ্ছতা, ন্যায় ও ন্যায্যতার ভিত্তিতে কাজ করতে হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন বন্দরের বোর্ড সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) হাবিবুর রহমান, (অর্থ) শহীদুল আলম, (প্রকৌশল) কমডোর কাওসার রশিদ ও (হারবার ও মেরিন) ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ।

সারাবাংলা/আইসি/এনজে

চট্টগ্রাম বন্দর বে -টার্মিনাল সভা

বিজ্ঞাপন

খুলনায় বস্তাবন্দি মরদেহ উদ্ধার
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর