Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দিন নিখোঁজ অটোচালকের গলাকাটা মরদেহ মিলল চা-বাগানে

স্পেশাল করেসপডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৭ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৩

ভুজপুর থানা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক যুবকের গলাকাটা মরদেহ চা-বাগান থেকে উদ্ধার হয়েছে। পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ওই যুবক তিনদিন ধরে নিখোঁজ ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ‘নিউ দাঁতমারা চা বাগান’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত মো. বেলাল হোসেন (৩৫) ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের বাসিন্দা।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে বলেন, ‘বেলাল রিকশা নিয়ে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বাড়ি থেকে বের হয়। রাত ৯টার দিকে মোবাইলে স্ত্রীর সঙ্গে তার কথা হয়। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। আজ (বৃহস্পতিবার) বিকেলে এলাকার লোকজন চা-বাগানের ভেতর থেকে দুর্গন্ধ টের পেয়ে সেখানে পড়ে থাকা বেলালের মরদেহ দেখেন।’

তিনি আরও বলেন, ‘তাকে গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। অটোরিকশাটি পাওয়া যায়নি। আমাদের ধারণা, মঙ্গলবার রাতেই তাকে খুন করা হয়েছে। এ জন্য মরদেহ পচে গেছে। কী কারণে খুন করা হলো, সেটা আমরা তদন্ত করে দেখছি। অটোরিকশা ছিনতাই করতেই খুন কিনা, সেটা এখনো বলতে পারছি না। তদন্ত চলছে।’

পুলিশ কর্মকর্তা তারেক আজিজ আরও জানান, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/আরডি/এইচআই

অটোচালকের গলাকাটা মরদেহ খুন চা বাগান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর