Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ২০৫ সদস্যের কমিটি ঘোষণা

ঢাবি করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৪ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১২

‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের’ ২০৫ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ছবি: সারাবাংলা

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের’ ২০৫ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার।

সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদার বলেন, ‘গতকাল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আত্মপ্রকাশ করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের শক্তিতে পুঁজি করে গড়ে ওঠা এ ছাত্র সংগঠন দেশের মানুষের চাওয়ার পাওয়ার পূরণে চেষ্টা করে যাবে। এই সংগঠনকে গড়ে তুলতে আমরা দীর্ঘদিন ঢাকা বিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছি। তাদের কাছ থেকে মতামত নিয়ে তার ভিত্তিতে গঠন ও পরিচালিত হবে।’

তিনি আরও বলেন, ‘এ সংগঠন দলীয় লেজুড়বৃত্তি করবে না। তাই ছাত্রলীগের মতো দানব হয়ে উঠনে না। হলগুলোতে গেস্টরুম গণরুম কালচার সমর্থন ও তৈরি করবে না।’

সারাবাংলা/এআইএন/পিটিএম

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর