বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১২ টায় কলেজের মূল ফটকের সামনে এই বিক্ষোভ করেন কলেজটির শিক্ষার্থীরা। এ সময় জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারী শিক্ষার্থী তিতুমীর কলেজের (২০-২১) সেশনের আফিয়া অর্নি বলেন, ‘জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভূমিকা আমরা ভুলে যায়নি। যখন হল বন্ধ করে শিক্ষার্থীদের আন্দোলন দমনের চেষ্টা করা হয়। তখন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলনকে নতুন মোড় দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন তা নিন্দনীয়। নারী শিক্ষার্থীদের হেনস্তার দৃশ্য আমাদের চোখে পড়ে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক রাজনীতি আর চলবে না। রাজনীতিতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গতকাল (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ গঠনের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের জের ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আটজন শিক্ষার্থী আহত হন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা হেনস্তার শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে।
সারাবাংলা/এমআর/এসএইচএস