Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক মাসে বিআরটিএ’র অর্জন জানতে যাত্রী কল্যাণ সমিতির চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৮

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এবং যাত্রী কল্যাণ সমিতি। কোলাজ ছবি: সারাবাংলা

ঢাকা: সড়ক পরিবহন উপদেষ্টার বেঁধে দেওয়া একমাসের অর্জন জানতে চেয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ’র সাফল্য-ব্যর্থতা জানতে বিআরটিএ’র চেয়ারম্যান মো. ইয়াছিনের কাছে চিঠি দিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, যানজটের স্থানগুলো চিহ্নিত করাসহ সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিআরটিএ’কে একমাসের সময় দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

গত ১৯ ডিসেম্বর এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন। পরিস্থিতির উন্নতি না হলে বিআরটিএ’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছিল। চিঠিতে বলা হয়, ২৭ ফেব্রুয়ারি ওই সভার ২ মাস ৯ দিন অতিক্রান্ত হয়েছে। মোজাম্মেল চিঠিতে লেখেন, আপনার নেতৃত্বাধীন বিআরটিএ’র অগ্রগতি কি যাত্রী ও নাগরিক সংগঠন হিসেবে যাত্রী কল্যাণ সমিতি জানতে আগ্রহী।

কয়েকটি তথ্য জানতে চেয়ে চিঠিতে বলা হয়, রাজধানীসহ সারাদেশের কতটি রুটে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন তার নাম ও তালিকা প্রয়োজন। ফিটনেস প্রদানে অগ্রগতি, রাজধানী ও সারাদেশের কতটি ফিটনেসবিহীন যানবাহন রয়েছে, এই সময়ে কতটি যানবাহন উচ্ছেদ করা সম্ভব হয়েছে, যানবাহনভিত্তিক তার সঠিক পরিসংখ্যান প্রয়োজন। চালকদের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে অগ্রগতি কি? তা নির্ণয়ের জন্য রাজধানী ঢাকা ও সারাদেশে লাইসেন্স বিতরনের তুলনামূলক চিত্র বিশ্লেষণের জন্য আবেদনের তারিখ থেকে বিগত ১ বছরে পরিসংখ্যান প্রয়োজন।

বিজ্ঞাপন

চিঠিতে আরও বলা হয়, রাজধানী ও সারাদেশের কালো ধোঁয়া নির্গমনকারী পরিবহনের তালিকা ও ব্যবস্থা গ্রহনের ১ বছরের পরিসংখ্যান প্রয়োজন। ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের চিত্র বিশ্লেষণের জন্য আগামী ১ বছরের যানবাহনভিত্তিক পরিসংখ্যান প্রয়োজন। রাজধানী ঢাকাসহ দেশের কয়টি রুটে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা গেল তার রুটভিত্তিক একটি তালিকা প্রয়োজন। উল্লেখিত সময়ে সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে অগ্রগতি বিশ্লেষণের জন্য ১ বছরের তুলনামূলক চিত্র প্রয়োজন।

সারাবাংলা/ইএইচটি/এনজে

বিআরটিএ যাত্রী কল্যাণ সমিতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর