খুলনায় বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০১ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০০
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০১ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০০
খুলনা: খুলনায় ভৈরব নদী থেকে বস্তাবন্দি এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নগরীর খানজাহান আলী থানাধীন গফ্ফার ফুড বালির ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানাগেছে, বিকেলে নদীতে জোয়ারে পানির স্রোতে বস্তাবন্দি মরদেহ ভেসে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। গফ্ফার ফুড বালির ঘাটে রাখা একটি বাঁশে বেধে যায় ওই বস্তাটি। তখন স্থানীয়রা বস্তার ভেতর থেকে পায়ের গোড়ালি বের হয়ে দেখতে থেকে পুলিশে খবর দেয়।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এইচআই