Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে বড় ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৩ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫২

প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাই আমিন উল্যা (৫৮) নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই আব্দুল মোতালেব পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এর আগে সকালে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব কাবিলপুর গ্রামের মমিন দরবেশের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মো.আমিন উল্লাহ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব কাবিলপুর গ্রামের মনু মিয়ার ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বড় ভাই আবদুল মোতালেব কোদাল দিয়ে লাউ গাছের জন্য মাটি কাটতে যায়। এ সময় ছোট ভাই আমিন উল্লা বাধা দেয়। এতে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে বড় ভাই আবদুল মোতালেব কোদাল দিয়ে ছোট ভাই আমিন উল্ল্যার বুকে আঘাত করলে গুরুতর আহত হন। তাৎক্ষণিক বাড়ির লোকজন আহত আমিন উল্লাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. হযরত আলী মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত আব্দুল মোতালেব ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/আরডি/এসআর

নোয়াখালী ভাইয়ের হাতে ভাই খুন সারাবাংলা সেনবাগ উপজেলা

বিজ্ঞাপন

‘গ্রাম আদালতকে আরও সক্রিয় করতে হবে’
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১১

আরো

সম্পর্কিত খবর