Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবির পঞ্চম সমাবর্তন ১৪ মে

চবি করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন আগামী ১৪ মে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ মার্চ থেকে সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু হবে ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনে কক্ষে সমাবর্তন আয়োজনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ১১টি উপ-কমিটি গঠন করা হয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য তথ্যাবলী শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) কামাল উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেকদিন ধরেই সমাবর্তন হয় না। আমরা এ বছর সমাবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আজ এক সভায় আগামী ১৪ মে সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সমাবর্তনে অতিথি হিসেবে কারা থাকবেন এসবের বিস্তারিত পরে জানানো হবে।’

সারাবাংলা/এমআর/পিটিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাবর্তন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর