Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ৫০ হাজার ইয়াবাসহ দুই ভাই আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৭

আটক দুই ভাই

সিলেট: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তার ভাইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে সিলেটের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পাল বাদী হয়ে মামলা করেছেন। এর আগে সকালে উপজেলার উত্তরকুল এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে ইয়াবাসহ আটক করা হয়।

আটকরা হলেন- বারঠাকুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য উত্তরকুল গ্রামের আবদুল মুকিত (৫৫) ও তার ছোট ভাই মো. আবদুল কাদির (৪৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক আবু রেজা মেহেদী হাসান বলেন, তারা দীর্ঘ দিন ধরে বাড়িতে মজুত রেখে মাদকের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের অভিযান চালিয়ে বাড়ি থেকে ৫০ হাজার ইয়াবাসহ দুই ভাইকে আটক করা হয়েছে।

সারাবাংলা/এসআর

ইয়াবাসহ দুই ভাই আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর