Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে হান্নান বাহিনীর প্রধানসহ ৭ বনদস্যু আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৬ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫২

হান্নান বাহিনীর প্রধানসহ সাতজনকে আটক করেছে কোস্টগার্ড

বাগেরহাট: সুন্দরবনের বনদস্যু হান্নান বাহিনীর প্রধানসহ সাতজনকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মোংলা কোস্টগার্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, বুধবার দিবাগত রাতে রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযানে তাদের আটক করেছে কোস্টগার্ড।

আটককৃত ডাকাত দলের সদস্যরা হলেন- মো. হান্নান শেখ (৬৫), মো. রেজাউল শেখ (৫৩), শেখ মো. কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মো. আবু তালেব খান (৪৭), মো. হোসেন আলী শেখ (৫৫) এবং মো. হাবিবুর রহমান (৫৫)। তাদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় বলে জানা যায়।

কোস্টগার্ডের পশ্চিম জোনের অপারেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ জানান, দীর্ঘদিন যাবত সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী নামক সক্রিয় ডাকাত দল অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ, ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। বুধবার (২৬ ফেব্রুয়ারি) হান্নান বাহিনী সুন্দরবনে ডাকাতির উদ্দেশ্যে গমন করবে বলে জানা যায়। পরে কোস্টগার্ড একটি দল রাতভর অভিযান পরিচালনা করে হান্নান বাহিনীর প্রধান এবং তার পাঁচ জন সহযোগীকে আটক করা হয়।

তিনি জানান, পরবর্তীতে ডাকাত দলের প্রধান হান্নানকে জিজ্ঞাসাবাদ করে তার আরেক সহযোগী মো. হাবিবুর রহমানকে ২টি এক নলা বন্দুক, ৩টি রামদাসহ রামপাল থানাধীন বাঁশতলী এলাকা হতে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত অস্ত্রসহ আটক ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এইচআই

বাগেরহাট সুন্দরবনের বনদস্যু হান্নান বাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর