Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধ গ্রহণ নিয়ে নতুন গবেষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫২

ঢাকা:  রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধ গ্রহণ নিয়ে নতুন গবেষণার ফলাফল প্রকাশ করেছে ‘এরটু রমজান স্টাডি ডিসেমিনেশন প্রোগ্রাম’।

সাইনোভিয়া ফার্মার উদ্যোগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) ঢাকার একটি হোটেলে এই গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়।

বক্তাদের মতে, গবেষণাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নাল Frontiers in Endocrinology-এ (ইমপ্যাক্ট ফ্যাক্টর: ৩.৯) প্রকাশিত হয়েছে। এতে রমজান মাসে রোজা পালনরত টাইপ-২ ডায়াবেটিস (T2DM) রোগীদের জন্য Ertugliflozin-এর কার্যকারিতা ও নিরাপত্তার বাস্তবভিত্তিক মূল্যায়ন তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি এবং ইউনাইটেড হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের অধ্যাপক ডা. হাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

দেশের খ্যাতনামা এন্ডোক্রিনোলজিস্ট, গবেষক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং গবেষণার ফলাফল ও রোজাদার ডায়াবেটিস রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনার ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের শীর্ষস্থানীয় ১৯ জন এন্ডোক্রিনোলজিস্ট ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে গবেষণাটি পরিচালনা করেছেন বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক ফারুক পাঠান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এন্ডোক্রিনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম |

অধ্যাপক ফারুক পাঠান গবেষণার পটভূমি ও রোজার সময় SGLT2 ইনহিবিটর-এর ভূমিকা ব্যাখ্যা করেন, যেখানে ডা. শাহজাদা সেলিম গবেষণার মূল ফলাফল উপস্থাপন করেন। তিনি দেখান যে, Ertugliflozin রোজার সময় টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য কার্যকর ও নিরাপদ।

বিজ্ঞাপন

তিন মাস ধরে পরিচালিত এই গবেষণায় দেশের শীর্ষস্থানীয় ১৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক অবদান রেখেছেন, যা রমজান মাসে ডায়াবেটিস ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছে।

অনুষ্ঠানে BIRDEM, BSMMU, ঢাকা মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে গবেষণার ক্লিনিক্যাল প্রয়োগ ও রোজাদার রোগীদের চিকিৎসা কৌশল উন্নয়নে এর ভূমিকা তুলে ধরা হয়।

সিনোভিয়া ফার্মার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সিনোভিয়া ফার্মা পিএলসি-র বিপণন ও বিক্রয় বিভাগের পরিচালক সৈয়দ আবুল বাশার তাহমিদ ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, রমজান মাসে টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য Ertugliflozin-এর কার্যকারিতা নিয়ে বাস্তবভিত্তিক এই গবেষণা বিশ্বে প্রথম।”

তিনি আরও জানান, এই গবেষণা ২৪ জন শীর্ষস্থানীয় এন্ডোক্রিনোলজিস্টদের নিয়ে শুরু করা হয়েছিল, যার মধ্যে ১৯ জন চিকিৎসক সরাসরি এতে অংশ নেন।”

তাহমিদ এই দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করে বলেন, আমরা ইতোমধ্যে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (IDF) ২০২৫-এ গবেষণার ই-ডিসপ্লে উপস্থাপন করেছি এবং বাংলাদেশ এন্ডোক্রিনোলজি সোসাইটির অনুষ্ঠানে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন করেছি।”

গবেষণায় দেখা গেছে, Ertugliflozin রোজাদার ডায়াবেটিস রোগীদের HbA1c নিয়ন্ত্রণ ও শরীরের ওজন কমাতে কার্যকর এবং নিরাপদ।

বাংলাদেশের উদ্যোগে পরিচালিত এই গবেষণা আন্তর্জাতিক ডায়াবেটিস গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং ভবিষ্যতে ধর্মীয় উপবাসকালীন ডায়াবেটিস ব্যবস্থাপনা নিয়ে আরও গবেষণার দ্বার উন্মোচন করবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/আরএস

রমজানে ডায়বেটিস ওষুধ সেবনে গবেষণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর