Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলার ২৭তম দিনে নতুন বই ১৭৬টি

সারাবাংলা ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫১

অমর একুশে বইমেলা ২০২৫। ছবি: সারাবাংলা

ঢাকা: আজ ২৭ ফেব্রুয়ারি (বুধবার) অমর একুশে বইমেলার ২৭তম দিন। এদিন মেলা শুরু হয় বিকেল ৩টায়, চলে রাত ৯টা পর্যন্ত। এই দিনে মেলায় নতুন বই এসেছে ১৭৬টি।

এর মধ্যে গল্পের বই ২৩টি, উপন্যাস ২৬টি, প্রবন্ধ সাতটি, কবিতা ৬৩টি, গবেষণা তিনটি, ছড়া দু’টি, শিশুসাহিত্য ছয়টি, জীবনী দু’টি, বিজ্ঞান দু’টি, ভ্রমণ দু’টি, ইতিহাস দু’টি, রাজনীতি দু’টি, স্বাস্থ্য তিনটি, ভাষা একটি, গণঅভ্যুত্থান দু’টি, ধর্মীয় দু’টি, অনুবাদ তিনটি, সায়েন্স ফিকশন একটিসহ অন্যান্য বই রয়েছে ২৩টি।

বিজ্ঞাপন

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন বিকেল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘একটি অভ্যুত্থানের জন্ম ও আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন রেজাউল করিম রনি। আলোচনায় অংশ নেন সৈয়দ নিজার। সভাপতিত্ব করেন কাজী মারুফ।

লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কবি সায়ীদ আবুবকর, কবি মিতা আলী এবং কবি, সম্পাদক ও শিশুসাহিত্যিক জামসেদ ওয়াজেদ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মনজুর রহমান, রফিক হাসান, জান্নাতুল ফেরদৌসী, শোয়াইব আহমদ, ফেরদৌস আরা রুমী, নাইমা হোসেন, ড. নাইমা খানম, এনামুল হক জুয়েল এবং আমিরুল মুমিনিন মানিক। এদিন ছিল মিজানুর রহমানের পরিচালনায় নৃত্য সংগঠন ‘লেমন নৃত্যকলা একাডেমি’—এর পরিবেশনা।

সংগীত পরিবেশন করেন শিল্পী ছন্দা চক্রবর্তী, ইমরান খন্দকার, নাসরিন বেগম, আফসানা রুনা, মো. আনিসুজ্জামান, সুষ্মিতা সেন চৌধুরী, আফরিদা জাহিন জয়িতা, শাহীন আলম, ডলি মণ্ডল, শফি উদ্দিন এবং দিতি সরকার।

বিজ্ঞাপন

আগামীকাল অমর একুশে বইমেলার সমাপনী দিন। মেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। এদিন সকাল ১১টা থেকে বেলা একটা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর। এ ছাড়া, বিকেল ৫টায় একাডেমির মূলমঞ্চে সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৫’—এর সদস্য সচিব ড. সরকার আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. মফিদুর রহমান।

অনুষ্ঠানে কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৫, সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪, চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

সারাবাংলা/পিটিএম

নতুন বই বইমেলা ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর