Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৪

সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য কামরুল হাসানকে গ্রেফতার করা হয়েছে

লালমনিরহাট: লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল (৪২) ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য কামরুল হাসানকে (৩২) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ ২ এবং ধানমন্ডি থানাধীন সোবাহানবাগ এলাকা হতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক শ্যামল হাতীবান্ধা উপজেলার মধ্যগড্ডিমারী গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। তিনি হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কামরুল হাসান (৩২) পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য।

পুলিশ ও প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, রংপুরে হত্যাচেষ্টার মামলাসহ একাধিক মামলার আসামি আবু বক্কর সিদ্দিক শ্যামল ও তার অন্যতম সহযোগী কামরুল আত্মগোপনে থেকে পতিত আওয়ামী সরকারকে পুনর্বাসনের লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গড়ে তোলাসহ দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছিলেন।

লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ‘ডিবি পুলিশের মাধ্যমে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে লালমনিহাটে নিয়ে আসা হয়েছে।’

সারাবাংলা/এইচআই

লালমনিরহাট সাবেক চেয়ারম্যান গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর