Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ২ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৩ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫২

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদী

সাতক্ষীরা: জেলার কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদী ও আওয়ামী লীগ নেতা আশরাফ হোসেন মিঠুকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলার শ্যামনগর উপজেলার বিসমিল্লাহ সুপার মার্কেটের কার্তিকের সেলুন থেকে সাঈদ মেহেদীকে আটক করা হয়।

সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তিনি উপজেলার মৌতল ইউনিয়নের পানিয়া গ্রামের শামসুদ্দিন আহমেদের ছেলে।

অপরদিকে, দুপুরে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন মিঠুকে আটক করে পুলিশ।

আটক আশরাফ মিঠু ওই এলাকার আবু বক্কার সিদ্দিক গাজীর ছেলে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এইচআই

আ.লীগের ২ নেতা আটক সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর