আবু সাঈদ হত্যা মামলা
নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার আকাশ রিমান্ডে
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৭ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫২
রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে তোলা হয় ছাত্রলীগ ক্যাডার আকাশকে। এ সময় চার দিনের রিমান্ড আবেদন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেটন-পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। আদালতের বিচারক মো. আসাদুজ্জামান শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় ও পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, আকাশ বেরোবি নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাড়াও শেখ রাসেল শিশু-কিশোর ক্রীড়া চক্রের সভাপতি। আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় এর আগে ইমরান চৌধুরী আকাশকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ইমরান চৌধুরী আকাশ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ভর্তির পর থেকে শিক্ষার্থীদের কাছে আতঙ্কের নাম হয়ে ওঠে। বিভিন্ন হলে সিট বাণিজ্য, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন, শিক্ষক-কর্মকর্তাদের হুমকি-ধামকি দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের অনৈতিক সুবিধা আদায় করার মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, জুলাই অভ্যুত্থানের পর রংপুর থেকে পালিয়ে আকাশ জামালপুর জেলার ইসলামপুর চর গঙ্গাপাড়ার নিজ বাড়িতে আশ্রয় নিয়েছিল। গত ১৫ ফেব্রুয়ারি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে পিবিআইতে হস্তান্তর করা হয়।
পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, গত বছরের ১৬ জুলাই কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ। এ ঘটনায় গত বছরের ১৮ আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে মামলা দায়ের করেন। মামলাটি পিবিআইকে তদন্তের ভার দিয়েছেন আদালত। এ ছাড়া মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অনুসন্ধানের তালিকায় রয়েছে। আবু সাঈদ হত্যা মামলায় এখন পর্যন্ত পুলিশসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
সারাবাংলা/এসআর
আবু সাঈদ হত্যা ক্যাডার আকাশ রিমান্ডে ছাত্রলীগ ক্যাডার আকাশ নিষিদ্ধ ছাত্রলীগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় সারাবাংলা