সাবেক মন্ত্রী আব্দুর রহমান ও তার স্ত্রীর ৩৫ ব্যাংক হিসাবে ৪ হাজার কোটি টাকা লেনদেন
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৪ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫২
ঢাকা: সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান ও তার স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেনের বিরুদ্ধে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায়, তাদের বিরুদ্ধে ৩৫ ব্যাংক হিসাবে ৩ হাজার ৯১৮ কোটি ৩২ লাখ ৯৪ হাজার টাকার সন্দেহজনক লেনদেন এবং ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রথম মামলায় সাবেক মন্ত্রী মো. আব্দুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৪৭২ টাকার সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া নিজ ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১৯টি ব্যাংক হিসাবে মোট ৩ হাজার ৮৯১ কোটি ৩২ হাজার ৯৪ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং সম্পৃক্ত অপরাধ করেছেন।
এদিকে তার স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেনের নামে ৬ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদের মালিকানা থাকার প্রমাণ মিলেছে। তার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে মোট ২৬ কোটি ৫৬ লাখ ৬ হাজার ৯৭৩ টাকার সন্দেহজনক লেনদেন রয়েছে। ওই অভিযোগে স্বামী মো. আব্দুর রহমানকেও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার অভিযোগ আনা হয়েছে।
সারাবাংলা/জিএস/আরএস
ডা. মির্জা নাহিদা হোসেন দুদক সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান