Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে স্বাধীন বাংলা মার্কেট দখল চেষ্টার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৫

স্বাধীন বাংলা মার্কেটের মালিক আহমেদ আলীর সংবাদ সম্মেলন। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর মিরপুরের স্বাধীন বাংলা মর্কেট দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে। শুধু তাই নয় মার্কেটের মালিক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রারি করছে একটি চক্র। নিরীহ ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসার পরিবেশ সৃষ্টি ও দখল চেষ্টাকারীদের অবিলম্বে গ্রেফতার ও তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান স্বাধীন বাংলা মার্কেটের মালিক আহমেদ আলীসহ বেশ কয়েকজন ব্যবসায়ী।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত ২৩ ফেব্রুয়ারি হঠাৎ তার মার্কেটে অজ্ঞাত ২০/২৫ জনের একটি দল মার্কেটটি দখলের চেষ্টা চালায়। এ সময় তারা মার্কেটের অফিসের তালা ভাঙার চেষ্টা করে। পরে পুলিশ এলে তারা চলে যায়। বর্তমানে ওই চক্রের সদস্যরা ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে। আবারও যেকোনো সময় মার্কেট দখলের চেষ্টা চালানো হতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।’

আহমেদ আলী জানান, মার্কেট দখলে যেন কোনো বাধা দিতে না পারে সেজন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে ওই চক্রটি। পুলিশের উদাসীনতাকে দায়ী করে তিনি বলেন, ‘ঘটনার দিন থানায় ফোন করা হলেও কোনো পুলিশ আসেনি। পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে ঘটনাস্থলে।’ দখলচেষ্টাকারীরা থানা পুলিশকে ম্যানেজ করেই এ কাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মার্কেটের ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদান, তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানান আহমেদ আলী।

সারাবাংলা/ইউজে/পিটিএম

অভিযোগ দখল চেষ্টা স্বাধীন বাংলা মার্কেট

বিজ্ঞাপন

শিশুসাহিত্যের পাঠক অনেক, তবুও..
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৮

আরো

সম্পর্কিত খবর