অধিকাংশ স্টেকহোল্ডারের সমর্থনকে অগ্রাধিকার দেওয়া হবে: বিটিআরসি চেয়ারম্যান
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১১ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৭
ঢাকা: নতুন নীতিমালা প্রণয়নে অধিকাংশ স্টেকহোল্ডারের সমর্থনকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে টেলিযোগাযোগ খাতের নেটওয়ার্ক ও লাইসেন্সিং কাঠামো সংস্কারের অংশ হিসেবে দ্বিতীয় পরামর্শমূলক কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালায় বিভিন্ন স্টেকহোল্ডাররা অংশ নেন।
বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী বলেন, ‘প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তাই নতুন প্রযুক্তির সঙ্গে আমাদেরকে খাপ খাইয়ে নিতে হবে। ডিজিটাল সেবাকে প্রাধান্য দিয়ে নেটওয়ার্ক টপোলজি পরিবর্তন করা হবে।’
তিনি বলেন, ‘কানেক্টিভিটির সুফল আমরা ইতিমধ্যে ভোগ করছি তাই প্রযুক্তিকে বিভিন্ন ব্যবসা ও সেবায় কাজে লাগানোর দিকে নজর দিতে হবে।’
টেলিযোগাযোগ নেটওয়ার্ক কাঠামোকে সহজ ও সাশ্রয়ী হতে হবে উল্লেখ করে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘প্রস্তাবিত সংস্কার সকলের স্বার্থ কিছু ক্ষেত্রে পূরণ নাও করতে পারে, কিন্তু দেশের মানুষের সুলভ মূল্যে মানসম্মত সেবা প্রাপ্তি ও দেশের অর্থনৈতিক অগ্রগতির অধিকাংশ স্টেকহোল্ডারের সমর্থন নিয়ে সংস্কার বাস্তবায়ন করা হবে।’
স্বাগত বক্তব্যে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ বলেন, ‘বৃহত্তর স্বার্থ ও গ্রাহকের দৃষ্টিকোণকে প্রাধান্য দিয়ে টেলিযোগাযোগ খাতের সংস্কার করা হবে এবং সংস্কারের ক্ষেত্রে বিদ্যমান লাইসেন্সিদের ব্যবসায়িক রুপান্তর কেমন হবে সে বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।’
প্রস্তাবিত সংস্কারে টেলিযোযোগাযোগ খাতের লাইসেন্সকে সম্ভাব্য তিন স্তরে ভাগ করা হয়েছে। এতে গ্রাহক পর্যায়ে সেবাদানকারী হিসেবে (এক্সেস সার্ভিস প্রোভাইডারস); জাতীয় পর্যায়ে কানেক্টিভিটি সেবাদানকারী হিসেবে ন্যাশনাল কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডারস এবং আন্তর্জাতিক কানেক্টিভিটি সেবা প্রদানকারী হিসেবে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডারস ক্যাটাগরিতে লাইসেন্স প্রদানের বিষয়টি বিবেচনা করা হয়েছে।
সারাবাংলা/ইএইচটি/এসআর