পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া আ.লীগ নেতা গ্রেফতার
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৬
পাবনা: পাবনার ফরিদপুরে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল জলিলকে (৪৪) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন।
গ্রেফতার হওয়া আব্দুল জলিল ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক।
পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন জানান, গত ২১ ফেব্রুয়ারি বিস্ফোরক মামলায় আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের ওপর আক্রমণ চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়া হয়। এতে ৫ জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ফরিদপুর থানার এসআই আল ইমরান বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী’র যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সারাবাংলা/এসআর
আ.লীগ নেতা গ্রেফতার আসামি ছিনতাই ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা পাবনা ফরিদপুর উপজেলা সারাবাংলা