Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআইডি সংশোধন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির নতুন নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৪

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ঝুলে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ভোটার হালনাগাদের পাশাপাশি এনআইডি সেবা সচল রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্রে জানা গেছে, এরই মধ্যে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ নির্দেশনাটি এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরকে দিয়েছেন। উল্লেখ্য, বর্তমানে তিন লাখেরও বেশি এনআইডিসংক্রান্ত আবেদন ঝুলে আছে।

সম্প্রতি এক লিখিত নির্দেশনায় ইসি সচিব উল্লেখ করেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের পাশাপাশি এনআইডি সেবাসংক্রান্ত কার্যক্রম সচল রাখতে হবে। প্রতি মাসের সমন্বয় সভায় জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত প্রাপ্ত আবেদন সংখ্যা ও নিষ্পত্তি সংখ্যা ক্যাটাগরিভিত্তিক উপস্থাপন করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে গত ১৭ ফেব্রুয়ারি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বিষয়ে এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেছিলেন, ‘ঝুলে থাকা এনআইডি সংশোধন আবেদনের মধ্যে এখন পর্যন্ত ৫০ শতাংশ নিষ্পত্তি করা হয়েছে। বাকিগুলো দ্রুত নিস্পত্তির জন্য ক্রাশ প্রোগ্রামের উদ্যোগ নিয়েছি।’ তিনি আরও বলেছিলেন, ‘আগামী তিন মাস পর আরও ভালো খবর দিতে পারব।’

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি সপ্তমবারের মতো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

সারাবাংলা/এনএল/পিটিএম

জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

শিশুসাহিত্যের পাঠক অনেক, তবুও..
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৮

আরো

সম্পর্কিত খবর