খুলনায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০১
খুলনা: খুলনার ফুলতলায় দুর্বৃত্তের গুলিতে জুয়েল মোল্লা (২৬) নামে এক যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার জামিরা কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহত জুয়েল জামিরা গ্রামের শাহাজাহান মোল্যার ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানায়, রাতে জুয়েল মোল্যা জামিরা বাজার আসমোতিয়া স্কুল অ্যান্ড কলেজের ী পেছনে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে কোমরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ফুলতলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। জুয়েল মোল্লার বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।’
সারাবাংলা/পিটিএম