ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেল বিএনপি
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৬
ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের উদ্যোগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আব্দুল হান্নান মাসউদের নেতৃত্বে ছাত্রদের একটি প্রতিনিধি দল বিএনপির কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করেন।
উল্লেখ্য, শুক্রবার মানিক মিয়া এভিনিউতে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি‘(এনসিপি)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
সারাবাংলা/এজেড/এইচআই