Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকসু নির্বাচনের রোডম্যাপ প্রস্তুত, ভোট ‘জুনে’

রাবি করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রণয়ণ করা হয়েছে। রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের সব প্রস্তুতি শেষে আগামী জুনের দ্বিতীয় সপ্তাহে ভোট হতে পারে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক আখতার হোসেন মজুমদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোডম্যাপ অনুযায়ী শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইনে রাকসু বিধিমালার খসড়া সংশোধনী সম্পর্কে পরামর্শ ও মতামত প্রদানের শেষ তারিখ ২৮ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়াও, রাকসু বিধিমালা ও নির্বাচনের আচরণবিধি চূড়ান্তকরণ ও প্রকাশের শেষ সময় ১৩ এপ্রিল। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ এপ্রিল। ভোটার তালিকা সম্পর্কে আপত্তি প্রকাশের শেষ তারিখ ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৩ মে। মনোয়নপত্র বিতরণ করা হবে ১৫ মে থেকে। মনোনয়নপত্র দাখিল করা হবে ১৯ মে থেকে। মনোনয়নপত্র নিরীক্ষা ও বাছাই করা হবে ২০ মে থেকে। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২২ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৭ মে এবং ভোটগ্রহণের সম্ভাব্য সময় জুন মাসের দ্বিতীয় সপ্তাহ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাকসু বিধিমালার খসড়া অনলাইনে প্রকাশের তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানানো হবে। নির্বাচন পরিচালনার জন্য গঠিতব্য কমিশন/কমিটি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে।

উল্লেখ্য, ১৯৬২ সালে রাকসুর যাত্রা শুরু হয় এবং ১৯৯০ সাল থেকে কার্যক্রম বন্ধ রয়েছে। রাকসুর সর্বশেষ ভিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রিজভী আহম্মদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

জুন টপ নিউজ নির্বাচন রাকসু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর