প্রশিক্ষণ শেষে সিলেটের ৩৫ সাংবাদিককে পিআইবির সনদ
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫০
সিলেট: জেলায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে ৩৫ সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় সিলেট প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মোহম্মদ শের মাহবুব মুরাদ ও সম্মানিত অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস।
সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক খালেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন, পিআইবির প্রশিক্ষক ও উপ-পরিচালক শাহ আলম সৈকত, এএফপির বাংলাদেশ ফ্যাক্ট চেক এডিটর কদর উদ্দীন শিশির, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও নয়া দিগন্তের সিলেট ব্যুরো চীফ আবদুল কাদের তাপাদার, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক আবদুর রাজ্জাক।
সারাবাংলা/এইচআই