চ্যাম্পিয়নস ট্রফি
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হওয়া নিয়ে হার্শার আপত্তি
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৪
চ্যাম্পিয়নস ট্রফি থেকে দুই দলের বিদায় নিশ্চিত হয়েছিল আগেই। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার। রাওয়ালপিন্ডিতে সেই ম্যাচ অবশ্য মাঠেই গড়ায়নি। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া এই ম্যাচে হয়নি টসও। তবে দুই দলের শেষ ম্যাচ এভাবে ভেস্তে যাওয়া ঠিক মানতে পারছেন না ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তার মতে, আরও কিছুক্ষণ অপেক্ষা করে খেলা শুরুর চেষ্টা করা উচিত ছিল।
রাওয়ালপিন্ডিতে ম্যাচের আগের দিন থেকেই থেমে থেমে হয়েছে বৃষ্টি। ম্যাচের দিন সকাল থেকেই নামা বৃষ্টির কারণে ভেজা ছিল পুরো আউটফিল্ড। বৃষ্টির কারণে পেছানো হয়েছিল টসের সময়। তবে সেই পিছিয়ে দেওয়া সময়েও হয়নি টস।
দুইবার মাঠ পরিদর্শনের পর বাংলাদেশ সময় বিকাল ৪টায় টসের আগেই খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। এতে পয়েন্ট ভাগাভাগি করেই টুর্নামেন্ট শেষ করতে হয় বাংলাদেশ ও পাকিস্তানকে।
হার্শা বলছেন, রাত পর্যন্ত অপেক্ষা করে সংক্ষিপ্ত একটা ম্যাচ আয়োজনের চেষ্টা করতে পারত মাঠ কর্তৃপক্ষ, ‘আমি অবাক হয়েছিল যে তারা খুব তাড়াতাড়ি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছে। অবশ্যই বৃষ্টি হয়েছে, মাঠ ঢাকা ছিল। কিন্তু আপনার কাছে আরও সাড়ে তিন ঘণ্টা সময় ছিল। রাত ৮টায় খেলা শুরুর শেষ সময় ছিল। মাঠকর্মীরা সন্ধ্যায় কাজ শুরু করে রাতে মাঠ প্রস্তুত করতে পারতো। তবে এত আগে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করার মানে সেখানে অনেক বেশি বৃষ্টি হবে এবং আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাদের ড্রেনেজ ব্যবস্থাও অনেক খারাপ।’
পয়েন্ট ভাগাভাগি হওয়ায় কোনো ম্যাচ না জিতেও এক পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ এর তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। গ্রুপ পর্বের তলানিতে আছে স্বাগতিক পাকিস্তান।
সারাবাংলা/এফএম